eaibanglai
Homeএই বাংলায়দুস্থদের শীতবস্ত্র বিতরণ করল হিমঘর কর্তৃপক্ষ

দুস্থদের শীতবস্ত্র বিতরণ করল হিমঘর কর্তৃপক্ষ

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোটঃ- পশ্চিম মঙ্গলকোটের সরুলিয়ায় অবস্হিত একটি বেসরকারি হিমঘর কর্তৃপক্ষের কাছে ব্যবসায় লাভ-ক্ষতির পাশাপাশি সমাজসেবাটাও বড় হয়ে উঠেছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অথবা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন তারা নিয়মিত করে থাকে। এছাড়া বস্ত্রদান শিবির তো আছেই। গত চার বছর ধরে বারবার তার সাক্ষী থেকেছে স্থানীয় বাসিন্দারা। এবারও তার ব্যতিক্রম ঘটলনা।

২২ শে জানুয়ারি সত্যনারায়ণ হিমঘর কর্তৃপক্ষের পরিচালনায় এবং দুই পারিবারিক স্বেচ্ছাসেবী সংস্হা ফাইনড ও সত্য সুষমার সক্রিয় সহযোগিতায় হিমঘর প্রাঙ্গনে এলাকার প্রায় দুই শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল, শীতবস্ত্র, শাড়ি ও টিফিনের প্যাকেট। প্রচন্ড ঠান্ডার সময় এগুলি পেয়ে বাসিন্দারা খুব খুশি। প্রসঙ্গত হিমঘর কর্তৃপক্ষ প্রতিবছর এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের নিযুক্ত রেখেছে এবং আপদে বিপদে সর্বদাই মানুষের পাশে থাকে।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন হিমঘরের কর্ণধার সুব্রত কোনার সহ তার পরিবারের সদস্য সুষমা, অর্চনা, টুম্পা এবং বর্তমান প্রজন্মের দুই প্রতিনিধি সায়ন্তন ও সায়ন্তী এবং হিমঘরের প্রত্যেক কর্মচারী ও হিমঘরের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যবসায়ী। শুধু কোনার পরিবারের সদস্যরা নয় অতীতের মত এবারও অন্যান্যরাও নিজ হাতে এগুলি বিতরণ করে।

কলেজ ছাত্রী সায়ন্তী বলল- ছোট থেকেই বাবা ও কাকাকে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখেছি। মনের অজান্তেই নিজের মধ্যেও সেবার মনোভাব গড়ে উঠেছে। তাইতো পরিবারের পক্ষ থেকে যখনই এই ধরনের সেবামূলক কাজের আয়োজন করা হয় সুযোগ পেলেই চলে আসি। খুব ভাল লাগে।

অন্যদিকে সুব্রত বাবু তার পরিচিত স্বভাব বিনয়ী কণ্ঠে বললেন – মানুষের পাশে যদি দাঁড়াতে না পারি কি লাভ মানুষ হয়ে জন্মগ্রহণ করে? চেষ্টা করি এলাকার মানুষের পাশে থাকতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments