শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ– “মিশন মাধ্যমিক ২০২৫” শুরু হয়ে গেল বাঁকুড়া জেলায়। যেখানে গোটা রাজ্যে এখন ছুটি চলছে সেখানে নবম শ্রেণীর পাঠ শেষ হওয়া ছাত্রদের নিয়ে ছুটির মধ্যেই মাধ্যমিক ২০২৫ কে মাথার রেখে বিশেষ ক্লাসের ব্যাবস্থা করেছে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ। বাঁকুড়া জেলা থেকে প্রতিবছরের কৃতি ছাত্র-ছাত্রীদের তালিকা বেশি লম্বা হয়। একসময় ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ থেকেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল হত। সেই গৌরবময় দিন গুলি থেকে অনুপ্রেরণা নিয়ে, ছুটির মধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ পিছিয়ে পড়া ছাত্রদের এগিয়ে দিতে এবং ভাল ছাত্রদের আরও ভালো করে তুলতে একটি ডিজিটাল স্পেশাল ক্লাসের আয়োজন করেছে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রদেরকে বিশেষ নজর দেওয়ার কথা ভাবা হচ্ছে। ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ব্যাসদেব চক্রবর্তী জানান, “প্রয়োজন নেই টিউশনির। অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। আমরা চিন্তা করেছি যে একটা দিনও নষ্ট করবনা। মাধ্যমিক ২০২৫ এ ভালো ফল করতে গেলে এখন থেকেই শুরু করতে হবে প্রস্তুতি।” শিক্ষা ক্ষেত্রে বাঁকুড়ার ঈর্ষণীয় সাফল্যের কথা গোটা রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় উঠে আসে। এবারও ছুটির মধ্যেই বিশেষ ক্লাস করিয়ে চর্চায় উঠে এসেছে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ। শুধু তাই নয় একদম ডিজিটাল ভাবে করানো হচ্ছে এই ক্লাস। ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠের ভৌত বিজ্ঞানের শিক্ষক প্রশান্ত চৌধুরী বলেন, ছুটি চলছে বলে বেশ কিছু ছাত্র ঘুরতে গেছে কিংবা অন্যান্য কাজে ব্যস্ত আছে। তবুও প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন ছাত্র স্পেশাল ক্লাসে অংশগ্রহণ করতে আসছে।” ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠের নবম শ্রেণীর থেকে দশম শ্রেণীতে উঠবে এমন ছাত্ররা এই উদ্যোগে বিশেষ খুশি বলেই তারা জানিয়েছে।
গোটা রাজ্যের বিদ্যালয় গুলিতে চলছে রেজাল্ট তৈরি এবং ছুটির মরশুম। কিন্তু উল্টোটা দেখা গেল বাঁকুড়া জেলাতে। ছুটির দিন গুলিতে বিশেষ ক্লাসের দৃষ্টান্ত মূলক আয়োজন করে জেলায় আলোড়ন সৃষ্টি করেছে ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠ।