eaibanglai
Homeএই বাংলায়খড়গ্রামের কিশোরাই মন্দিরে পৌষমাসের পালির সাজ

খড়গ্রামের কিশোরাই মন্দিরে পৌষমাসের পালির সাজ

সঙ্গীতা চৌধুরী,খড়গ্রামঃ- শ্রীচৈতন্যদেবের পার্ষদ শ্যামদাস চক্রবর্তী প্রতিষ্ঠা করেছিলেন খড়গ্রামের ঠাকুরপাড়ার কিশোরাই মন্দির। বর্তমানে শ্যামদাস চক্রবর্তী পুত্র ও কন্যার বংশধররাই পরম্পরাক্রমে সারা বছর এই কিশোরাই মন্দিরের পালি চালান। যেহেতু সারা বছরই কিশোরাই মন্দিরের পালি চলে, সেই কারণে সারা বছরই কিশোরাই এর ভোগ হয় চারবার, সকালে স্নান সেবা হয়, দুপুরে অন্নের ভোগ হয়, বৈকালে হয় বৈকালী আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি।

পৌষমাস পালির কিশোরাই এর সাজ

এখন ইতু সংক্রান্তির দিন থেকে একটি পালি শুরু হয়েছে,পালি চালাচ্ছেন নন্দকিশোর অধিকারীর একমাত্র পুত্র শ্রী দেবাশীষ অধিকারী।

মন্দিরের বর্তমান সেবাইত শ্রী দেবাশীষ অধিকারী

প্রসঙ্গত উল্লেখ্য,স্বয়ং কিশোরাই স্বপ্নাদেশ দিয়েছিলেন শ্যামদাস চক্রবর্তীকে আর কত ওজনের রাধারাণী আনতে হবে সেটাও তিনি বলে দিয়েছিলেন শ্যামদাস ঠাকুরকে,সেই গল্প আপনাদের আমি অন্য দিন বলবো,আজ এই পর্যন্তই থাক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments