eaibanglai
Homeএই বাংলায়বাঁশের ফালি দিয়ে পায়ের শিরা কেটে যুবককে খুন

বাঁশের ফালি দিয়ে পায়ের শিরা কেটে যুবককে খুন

সংবাদদাতা, বাঁকুড়া:- বাঁশের ফালি দিয়ে পায়ের শিরা কেটে এক যুবককে খুনের অভিযোগ উঠলো তার সঙ্গীদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম সঞ্জয় দাস, বয়স ২৫, পেশায় ভ্যান চালক । বাঁকুড়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের কানকাটা এলাকার ঘটনা।

জানা গেছে, অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যায় সঞ্জয় দাস নামে ওই যুবক তার সঙ্গী সাথীদের সঙ্গে কানকাটা শ্মশান সংলগ্ন এলাকায় মদের আসরে বসেছিলেন। সেখানেই বন্ধুদের সাথে বচসায় জড়িয়ে পড়ে সে। অভিযোগ এরপরই তার সঙ্গী সাথীরা তার উপর চরাও হয় ও সঞ্জয় দাসকে নৃসংশভাবে খুন করে।

বৃহস্পতিবার সকালে ঘটনার কথা জানতে পেরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। একই সঙ্গে ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সোনাই ঘোষাল বলেন, “এখানে দীর্ঘদিন ধরে বেআইনি কার্যকলাপ চলছে প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা হয়নি। নিজেদের মধ্যে নেশাগ্রস্ত অবস্থায় মারধোরের ঘটনাতে মৃত্যু হয়েছে।” অন্যদিকে এদিন বাঁকুড়া সদর থানায় উপস্থিত হয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছন মৃতার স্ত্রী ও মা পরিবারের সদস্যরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments