সংবাদদাতা,বাঁকুড়াঃ– গ্রামের যুববকে খুন করা হয়েছে, এই অভিযোগে মৃতদেহ রাস্তায় ফেলে আগুন জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ করল উত্তপ্ত জনতা। ঘটনা বাঁকুড়ার পাত্রসায়ের থানার রসুলপুর এলাকার। মৃত যুবকের নাম পবিত্র চৌধুরী। যুবক পাত্রসায়ের থানার দেউলি গ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে বাঁকুড়ায় থাকতেন।
প্রসঙ্গত পরশু রাত সাড়ে এগারোটা নাগাদ বাঁকুড়া শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে খাতড়ার রামকৃষ্ণ সরনির একটি কুয়ো থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে খাতড়া থানার পুলিশ ও দমকল কর্মীরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়ার পর গতকাল সন্ধ্যায় গ্রামে পৌঁছয় যুবকের দেহ। এরপরই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার পরিজন ও গ্রামবাসীরা। মৃত যুবকের পরিবার ও গ্রামবাসীদের দাবী পবিত্রকে খুন করে কুয়োয় ফেলে দিয়েছে তারই বন্ধু সোমসার গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী এবং ওই খুনের ঘটনার সঙ্গে পুলিশের এক আধিকারিকের যোগসাজসেরও অভিযোগ তোলেন তাঁরা। এরপর দোষীদের গ্রেফতারের দাবিতে উত্তেজিত গ্রামবাসী মৃতদেহ রাস্তায় রেখে আগুন জ্বালিয়ে সোনামুখী বর্ধমান সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।