eaibanglai
Homeএই বাংলায়প্রকাশিত হলো 'সাহিত্যের পীঠস্থান' পত্রিকার যৌথ সংকলন

প্রকাশিত হলো ‘সাহিত্যের পীঠস্থান’ পত্রিকার যৌথ সংকলন

সূচনা গাঙ্গুলী,কলকাতাঃ- সাহিত্যকে ভালবেসে গত সাত বছর ধরে নিরলস সাহিত্যচর্চা করে চলেছেন বীরভূমের সিউড়ির আদ্যোপান্ত গৃহবধূ তুহিনা চক্রবর্তী। ব্যক্তিগত সীমা ছাড়িয়ে তিনি সাহিত্যচর্চার বিষয়টি ছড়িয়ে দিতে চেয়েছিলেন সমষ্টির মধ্যে। সেই লক্ষ্যে বছর দু’য়েক আগে গড়ে তোলেন সাহিত্যচর্চার গ্রুপ ‘সাহিত্যের পীঠস্থান’। ধীরে ধীরে অনেক সাহিত্যপ্রিয় মানুষ তার পাশে দাঁড়ান। শুরু থেকেই লক্ষ্য ছিল একান্ত নিজস্ব একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করার। বিভিন্ন কারণে সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে সেটা সম্ভব হলো কলকাতার আন্তর্জাতিক বইমেলার মত একটা বড় প্ল্যাটফর্মে। মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন পূরণ হয় তুহিনা দেবীর। দিনের আলোর মুখ দেখে তার স্বপ্নের ‘এক পৃথিবী’।

গত ৫ ই ফেব্রুয়ারি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘সাহিত্যের পীঠস্থান’ সাহিত্যচর্চা গোষ্ঠীর উদ্যোগে এবং তুহিনা চক্রবর্তী ও কল্লোল সরকার সম্পাদিত ‘এক পৃথিবী’ নামক একটি যৌথ সংকলন আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হয়। নয় জন কবির মোট পঁয়তাল্লিশটি কবিতা এই সংকলনে স্থান পেয়েছে। প্রত্যেক কবি পাঁচটি করে ভিন্ন স্বাদের কবিতা লিখেছেন। পত্রিকা গোষ্ঠীর আশা তাদের প্রথম প্রচেষ্টা সাহিত্যপ্রেমী মানুষের মনের চাহিদা পূরণ করবে।

তুহিনা চক্রবর্তী ও কল্লোল সরকার ছাড়াও পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে পত্রিকা গোষ্ঠীর অনেক সদস্য এবং বেশ কয়েকজন সুপরিচিত কবি-সাহিত্যিক উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকেই পত্রিকাটির ভূয়সী প্রশংসা করেন। তখন পত্রিকার সঙ্গে যুক্ত প্রত্যেকের চোখে মুখে দেখা যায় খুশির ঝলক।

সাত বছর ধরে সাহিত্য চর্চা করলেও তুহিনা দেবীর ছিল এটি প্রথম প্রয়াস। তিনি বললেন – সংসারের যাবতীয় দায়িত্ব পালন করে নিয়মিত সাহিত্যচর্চা করা সত্যিই কঠিন কাজ। মনের মধ্যে স্বপ্ন ছিল নিজের গোষ্ঠীর একটা বই প্রকাশ করা। অবশেষে আজ সেই স্বপ্ন পূরণ হলো। যারা ‘এক পৃথিবী’-র দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments