সংবাদদাতা,বাঁকুড়াঃ- রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড বাঁকুড়ায়। কোতুলপুরের গোগড়া গ্রামীন হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
জানা গেছে আজ ভোর ৫টা নাগাদ কোপা গ্রামের বাসিন্দা মন্টু পরি(৪৫) নামে এক ব্যাক্তি পেটে এবং বুকে যন্ত্রনা নিয়ে গোগড়া হাসপাতালে ভর্তি হন। রোগীর পরিবারের দাবি কর্তব্যরত চিকিৎসক সাপে কাটার চিকিৎসা করেন এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তড়ঘড়ি তাকে বাঁকুড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় বছর পঁয়তাল্লিশের মন্টু পরির। রোগীর পরিবার এবং পরিজনদের অভিযোগ ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে রোগীর। এরপর গ্রামবাসীদের সঙ্গে নিয়ে গোগড়া হাসপাতালে গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবার পরিজনেরা। বিক্ষোভকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতুলপুর থানার বিশাল পুলিশবাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।