সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভেঙ্গে পড়ল ছাদের চাঙড়। আর সেই চাঙড় ভেঙ্গে আহত হয়েছেন হাসপাতালে ভর্তি থাকা এক রোগী। বাঁকুড়া মেডিক্যাল কলেজের মেল মেডিসিন ওয়ার্ডের ঘটনা। জানা গেছে এদিন হঠাৎ করে ছাদের অনেকটা অংশ ভেঙ্গে পড়ে। পরে তৎপরতার সঙ্গে সেখান থেকে অন্য রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিনের ঘটনায় রোগী ও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।