eaibanglai
Homeএই বাংলায়মকর সংক্রান্তির পুণ্য লগ্নে জমজমাট সোনামুখীর বেলোয়া মেলা ।

মকর সংক্রান্তির পুণ্য লগ্নে জমজমাট সোনামুখীর বেলোয়া মেলা ।

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : প্রতি বছরের ন্যায় এবছরও মকরসংক্রান্তির পুণ্য লগ্নে জমজমাট সোনামুখীর রাধামোহনপুর অঞ্চলের বেলোয়া মেলা । বেলোয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে দামোদর নদী । নদীর তীরে অবস্থিত বেলোয়া গ্রাম । আর এই গ্রামেই বসে বেলোয়ার মেলা । দুরদুরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন এই মেলায় । প্রথমে সকলেই দামোদর নদীর রণডিহা ড্যামে স্নান করেন এরপর ড্যামের নিকটেই রয়েছে সাধুদের আশ্রম সেখানেই খেচুড়ি প্রসাদ গ্রহন করে মেলায় অংশগ্রহণ । আট থেকে আশি সকলেই এই মেলাতে এসে ভিড় জমান । এই মেলার বিশেষ ঐতিহ্য হল রাতেও যেমন জমে এই মেলা তেমনি দিনের বেলাতেও জমে ওঠে এই মেলা । মেলাতে রঙ বে রঙের দোকানের পসরা সাজিয়ে বসেছেন দোকানদারা। যা রীতিমত নজর কারছে আট থেকে আশি সকলের । এরপর নাগরদোলা , ফুঁচকা , পাউভাজি তো রয়েছে ।কচিকাঁচারা মেতে উঠেছে ছোট নাগরদোলায় । কেউ আবার বাড়িতে বটি,ফিরে, নানা রকম ফুলদানির মতো প্রয়োজনীয় সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। নিজেদের সবশেষে সাধ্যমত জিলাপি নিয়ে বাড়ি ফেরা । তবে এই মেলাতে আজ দেখাগেল একেবারে গ্রাম্য পরিবেশ। যেখানে গোরুর গাড়িতে করে আজও মেলা দেখতে যাওয়ার রেওয়াজ রয়েছে। গোরুর গাড়িতে করে পরিবারের সকলকে নিয়ে মেলায় আসা এক অন্যতম অনুভূতি। সব মিলয়ে একদিকে মকরসংক্রান্তির পুণ্য স্নান এবং অন্যদিকে বেলোয়ার মেলা, জমজমাট মকরসংক্রান্তি উৎসব বেলোয়া গ্রাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments