eaibanglai
Homeএই বাংলায়রাষ্ট্রপতির রূপ নিয়ে করা রাজ্যের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের রেশ বাঁকুড়ার জঙ্গলমহলে

রাষ্ট্রপতির রূপ নিয়ে করা রাজ্যের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের রেশ বাঁকুড়ার জঙ্গলমহলে

সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রূপ নিয়ে করা বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে রাজ্য বিজেপি। সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়ার জঙ্গল মহলেও মন্ত্রী অখিল গিরির বক্তব্যের নিন্দায় সরব হল বিজেপি সমর্থিত ভারতীয় জনতা তপশিলী মোর্চা। শনিবার দুপুরে মহকুমা শহর খাতড়ার রবীন্দ্র সরণীর ডাকঘর সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচী করে প্রতিবাদ জানান সংগঠনের সদস্যরা।

প্রসঙ্গত, শুক্রবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক সভায় রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। মন্ত্রীর ওই সভার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওর সত্যতা যাছাই না হলেও ভিডিওটিতে দেখা যাচ্ছে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও সেখানে হাজির হয়েছেন। সেখানে মন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে ‘‘আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা?’’

অন্যদিকে ওই ভিডিও ফুটেজ সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় ওঠে। পথে নামে বিজেপি। শাসাক দল তৃণমূল কংগ্রেসও রাজ্যের মন্ত্রী অখিল গিরির করা মন্তব্যকে মান্যতা দেয়নি। শনিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডল থেকে একটি টুইট করে দলের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। টুইটে লেখা হয়, ‘‘ভারতের মাননীয় রাষ্ট্রপতি, শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে আমাদের পরম শ্রদ্ধা। আমাদের দলের বিধায়কের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের তীব্র নিন্দা করি এবং স্পষ্ট করে জানাতে চাই যে অখিল গিরির মন্তব্যের আমরা তীব্র বিরোধিতা করি। নারীর ক্ষমতায়নের যুগে এ ধরনের দুর্ব্যবহার গ্রহণযোগ্য নয়।’’

এদিকে তাঁর মন্তব্য ঘিরে দল ও দলের বাইরে বিতর্ক শুরু হওয়ায় শনিবার দুঃখপ্রকাশ করেন অখিল গিরি। তিনি বলেন,‘‘ রাষ্ট্রপতি মহোদায়াকে আমি কোনও অসম্মান করিনি। তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে। যে কথা আমার মুখ থেকে বেরিয়েছে, তা ক্রোধের বশে বেরিয়ে এসেছে। আমি অনুতপ্ত।’’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments