নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ জুনের প্রায় মাঝে চলে এলেও রাজ্যে বর্ষার কোনও বার্তা নেই। এরকম পরিস্থিতিতে গরমের দাপটে নাজেহাল দক্ষিণবঙ্গ। জ্যৈষ্ঠের শেষ লগ্নে এসে পৌঁছালেও তীব্র তাপপ্রবাহ এবং গরমের দাপটে জ্বলছে বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল সহ বিভিন্ন জেলা। আর এরকম গ্রীষ্মের দাবদাহের মধ্যেই দফায় দফায় লোডশেডিং-র দাপটে অতিষ্ঠ বাঁকুড়ার ইন্দপুরের ডাঙ্গারামপুর গ্রামের বাসিন্দারা। বার বার প্রতিবাদ জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় শনিবার সকাল থেকে লোডশেডিং-র প্রতিবাদে পথ অবরোধ করলেন তারা। এদিন বাঁকুড়া-খাতড়া দু’নম্বর রাজ্য সড়কের উপর ডাঙ্গারামপুর গ্রামের কাছে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। ফলে আটকে পড়ে বহু যানবাহন। এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুতের বিল ঠিক সময়ে দেওয়া হলেও দিনের বিভিন্ন সময়ে নাগাড়ে লোডশেডিং লেগেই রয়েছে। একদিন দুদিন নয়, প্রত্যেক দিন লোডশেডিং লেগে থাকার ফলে জেরবার এলাকার বাসিন্দারা। এদিন রাজ্যসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইন্দপুর থানার ওসি অমিত সিংহমহাপাত্র ও বিদ্যুৎ বিভাগের স্থানীয় স্টেশন ম্যানেজার মহম্মদ আফরুজ আহমেদ। তারা অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।