নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সমাজে দিনের পর দিন বেড়ে চলেছে বিভিন্ন অপরাধমূলক কুকর্ম। কিন্তু বর্তমান এই আধুনিক সমাজে প্রতিবাদী মানুষের সংখ্যা দিনের পর দিন কমছে। আর যারা প্রতিবাদ করতে আসেন একাধিক বার তারা প্রতিবাদ করতে গিয়েও আক্রান্ত হয়েছেন এমন খবরও বিভিন্ন সময় খবরের শিরোনামে আসে। কিন্তু এবার ব্যত্যিক্রমী প্রতিবাদে সামিল হলেন সুন্দরবন এলাকার প্রমিলা বাহিনী। দিনের পর দিন সুন্দরবন ও এই এলাকার বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ ও নারী পাচারের মতো বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয়ে চললেও প্রশাসন কিংবা বিভিন্ন সামজি সংস্থাগুলির কেউই এইসমস্ত অপরাধমূলক কাজের প্রতিবাদে এগিয়ে আসেননি। তাই এবার নিজেদের নিরাপত্তার হাল নিজেরাই শক্ত করে ধরলেন তারা। বাল্যবিবাহ ও নারী পাচারের মতো ঘৃণ্য অপরাধকে পুরোপুরি ভাবে সমাজ থেকে মুছে ফেলার জন্যে পথে নামলেন সুন্দরবনের কয়েকশো প্রমিলা বাহিনী। এমনিই ছবি পাওয়া গেল সুন্দরবনের ঝড়খালীতে। যেখানে নাবালিকা সহ কয়েকশ মহিলা একটি পথ মিছিলের মাধ্যমে এসে জড়ো হয় ঝড়খালী কোষ্টাল থানার সামনে। সেখানে পুলিশ সহ পুলিশ আধিকারিকদের সাথে পরিচয় পর্ব। সেখানে তাদের দেখানো হয় থানার বিভিন্ন বিভাগীয় অংশ। কিভাবে থানায় ডায়েরি করাতে হয়, কিভাবে অভিযোগ দায়ের করতে হয় সেইসমস্ত অভিযোগের বিষয়ে নিয়ে আলোচনা করেন থানার কয়েকজন আধিকারিক। আর এটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ পর্ব যেখানে নাবালিকা মেয়ে ও মহিলা দের বিষয়ে সমস্ত অভাব-অভিযোগ, তাদের বক্তব্য।, যেখানে সুন্দরবনের প্রায় মেয়েরা আজও পুরোপুরি ভাবে সমাজকে চিনতে পারেনি । কিছু অসাধু ও অসৎ মানুষে পাতা ফাঁদে নিজেদের জিবন টা শেষ হতে বসেছে । আর বিপদে পাশে থাকার মতো থাকেনা কেউ । তাই নিজেদের বিপদ থেকে নিজেদের সোজা হয়ে দাঁড়ানোর জন্যে এমনিই অভিনব কর্মশালা আয়োজন করে সুন্দরবনের প্রমিলা বাহিনী । আর এই সমস্ত কর্মসূচিতে ঝোড়খালী কোষ্টাল থানা কে নিজেদের পাশে পেয়েছে। এতে খুবই উচ্ছ্বাসিত এবং তারা জানান ভবিষ্যৎতে এই সমস্ত কুকর্মকে আরও শক্ত হাতে মোকাবিলা করবে।
বাল্যবিবাহ ও নারী পাচার রুখতে পথে সুন্দরবনের প্রমিলা বাহিনী
RELATED ARTICLES