সংবাদদাতা,বাঁকুড়াঃ– সদ্য় নির্মীত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার কংক্রিট হাতের চাপেই ভেঙে যাচ্ছে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের শিউলীপাহাড়ি গ্রামের। প্রতিবাদে রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হলেন এলাকার মানুষ। অবিলম্বে ওই রাস্তাটি নতুন করে নির্মাণের দাবী জানিয়েছেন তারা।
জানা গেছে বাঁকুড়ার খড়বনা বাজার থেকে শিউলিপাহাড়ি গ্রাম হয়ে চাকলতোল পর্যন্ত রাস্তা কংক্রিট করার জন্য ৮৬ লক্ষ ৫ হাজার ২৩৪ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয়। সম্প্রতি স্থানীয় শিউলীপাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার ঢালাইয়ের কাজ হয়। স্থানীয়দের একাংশের দাবী রাস্তার কাজের মান পরখ করতে গিয়ে তারা দেখেন ওই রাস্তার প্রায় চারশো মিটার অংশে কংক্রিট হাতের চাপেই ভেঙে যাচ্ছে। তাদের অভিযোগ রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যার জেরেই এই বিপত্তি। অবিলম্বে ওই রাস্তার চারশো মিটার অংশ ভেঙে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরির দাবীতে সরব হয়েছেন তারা।
রবিবার সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধ করে শুরু হয় প্রতিবাদ। অন্যদিকে অবরোধের খবর পেয়ে শিউলীপাহাড়ি গ্রামে গিয়ে সরেজমিনে নবনির্মীত রাস্তার হাল খতিয়ে দেখে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। যদিও অবিলম্বে তাদের দাবী পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলীপাহাড়ি গ্রামের মানুষ।