সংবাদদাতা,বাঁকুড়া:- নিখোঁজ থাকার প্রায় দুমাস পরে বাড়ির পাশের ঝোপ থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের কুলডাঙ্গা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সঞ্জীব কুমার বাড়ুই । বয়স আনুমানিক ৪০ বছর ।
পরিবার সূত্রে জানা গেছে , মাস দুয়েক আগে ভাইয়ে ভাইয়ে কথা কাটাকাটি হওয়ায় রাগের বশে সঞ্জীব কুমার বাড়ুই বাড়ি থেকে বেরিয়ে যান।তার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় একটি লিখিত নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও খোঁজ মেলেনি। অবশেষে শুক্রবার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে পুকুর পাড়ের একটি ঝোপ থেকে সঞ্জীব কুমার বাড়ুই এর কঙ্কাল উদ্ধার হয় । প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এরপর পরিবারের সদস্যরা উদ্ধার হওয়া কঙ্কালের পাশে থাকা ব্যাগ ও জলের বোতল দেখে সঞ্জীব কুমার বাড়ুইকে চিহ্নিত করেন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ এবং কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় ।
অন্যদিকে বাড়ির পাশেই এতদিন ধরে কিভাবে ওই ব্যক্তির মৃতদেহ পড়েছিল তা নিয়ে তৈরি হয়েছে ধন্ধ। তাকে কি অন্যত্র খুন করে ওই ঝোপে ফেলে দেওয়া হয়েছিল, নাকি ওই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।