eaibanglai
Homeএই বাংলায়রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নতুন পোর্টালের উদ্বোধন

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নতুন পোর্টালের উদ্বোধন

সংবাদদাতা,কলকাতাঃ- রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের একটি নতুন পোর্টেল ও ওয়েব সাইটের উদ্বোধন করলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। পরিমার্জিত ওয়েবসাইটটি (https://prd.wb.gov.in) আরও ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে। যেখানে ব্যবহারকারীরা সমস্ত স্কিম ও প্রজেক্টের তথ্য সহজে একই সাথে দেখতে পারবেন। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করতেই এই নতুন পোর্টাল আনা হয়েছে বলে দাবি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের। এরফলে আর দপ্তরে দপ্তরে দৌড়াদৌড়ি না করে ঘরে বসে অনলাইনের মাধ্যমেই বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বাড়ি তৈরির অনুমোদন, কিংবা গেস্ট হাউস বুকিং অথবা কোনও অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।

এবার একনজরে দেখে নেওয়া যাক কি কি সুবিধা থাকছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের এই নতুন পোর্টালে

এবার থেকে গ্রামবাংলার নাগরিকরা সপ্তাহের সাতদিন যে কোনও সময়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে থাকা প্রকল্পগুলির বিষেয়ে পোর্টালে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন, পাশাপাশি পরামর্শও দিতে পারবেন। এবং বাধ্যতামূলকভাবে সমস্ত অভিযোগ গ্রহন করা হবে এবং অটো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। অভিযোগের সন্তোষজনক নিষ্পত্তির জন্য অভিযোগকারীর প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করা হবে।

এই পোর্টালের মাধ্যমে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতের বিল্ডিং প্ল্যানের দ্রুত, সহজ, স্বচ্ছ অনুমোদন মিলবে। ফলে নতুন নির্মাণ কাজ বা সম্প্রসারণের জন্য আর গ্রাম পঞ্চায়েত বা জেলা পরিষদের দপ্তরে ছুটতে হবে না গ্রামের সাধারণ মানুষকে।

রাজ্যের সমস্ত পঞ্চায়েত এলাকার পর্যটন গেস্ট হাউসগুলিতে এবার থেকে এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে বুকিং করা যাবে। কলকাতায় অবস্থিত কোচবিহার ভবন, জলপাইগুড়ি ভবন, বালুঘাট ভবন ও পুরুলিয়া ভবনেও অনলাইন বুকিং করা যাবে।

পিআরআই এমপ্লইজরা নিজেদের এমপ্লই লগইন আইডি দিয়ে অনলাইনে স্যালারি স্টেটমেন্ট, সার্ভিস প্রোফাইল, পেনশন স্টেটাস দেখতে পারবেন।

এই পোর্টালের জেরে এবার থেকে একই জায়গায় বিভিন্ন প্রকল্পের রিপোর্ট, ইনফরমেশন ও স্ট্যাটিসটিকস জানা যাবে। যার ফলে বিভাগের দক্ষতা বৃদ্ধি পাবে।

এছাড়া পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের সমস্ত মামলা এই পোর্টালের মাধ্যমে অনলাইনে ট্র্যাক করা যাবে।

সব মিলিয়ে হাতের মুঠোয় এত সুযোগ সুবিধা চলে আসায় স্বভাবতই খুশি গ্রাম বাংলার সাধারণ মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments