eaibanglai
Homeএই বাংলায়পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল ও সিন্দুক উদ্ধার

পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল ও সিন্দুক উদ্ধার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- মঙ্গলবার সাতসকালে বাঁকুড়া শহরের ১২ নম্বর ওয়ার্ডের বড় কালীতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে কঙ্কাল ও সিন্দুক উদ্ধারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল।

জানা গেছে ভাঙাচোরা পরিত্যক্ত ওই বাড়িতে বেশ কয়েক দিন ধরেই রাতের দিকে নানা রকম শব্দ ও আলো জ্বলতে দেখছিলেন স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার সকালে বিষয়টি নিয়ে খোঁজখবর করতে ওই পরিত্যক্ত বাড়িতে যান স্থানীয় কিছু লোকজন। এবং তখনই ঘরের মধ্যে একটি মানুষের কঙ্কাল ও ঘরের বাইরে একটি সিন্দুক পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। এরপর বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে ওই নর কঙ্কাল ও সিন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি রাতের অন্ধকারে নানা অসমাজিক কাজকর্ম চলে ওই বাড়িটিতে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments