সংবাদদাতা, বাঁকুড়া:- গত তিন মাস ধরে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া ৫৪১ টি মোবাইল উদ্ধার করে সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ। মঙ্গল বার জেলা পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ওই মোবাইল গুলি সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। উপস্থিত ছিলেন অন্যান্য একাধিক পুলিশ আধিকারিক।
বছেরর শুরুতেই খোওয়া যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট সকলেই। অনেকেই জানিয়েছেন ফোন খোয়া যাওয়ার পর থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছিলেন। তবে সেই ফোন যে আদৌ ফেরৎ পাবেন তা আশা করেননি।
অন্যদিকে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি জানান, এই কাজে জেলা পুলিশের ‘সন্ধান’ অ্যাপ বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছে। জেলার সবকটি থানা থেকেই কম বেশী উদ্ধার হয়েছে মোবাইল গুলি। এই প্রক্রিয়া আগামী দিনেও চালু থাকবে বলে জানান তিনি।