সংবাদদাতা,বাঁকুড়াঃ- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়া খিচুড়িতে সাপ পড়েছে। শুক্রবার এমনই গুজবে চাঞ্চল্য ছড়ায় বিষ্ণুপুর পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের নতুন পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা যায় অন্যান্য দিনের মতোই এদিনও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি রান্না হয় এবং তা শিশু ও প্রসূতিদের মধ্যে বিতরণ করা হয়। এরই মাঝে বর্ণালী দে নামে এক মহিলা ওই খিচুড়ি বাড়ি নিয়ে যান এবং তিনি লক্ষ্য করেন খিছুরির মধ্যে সাপের মতো কিছু রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে ওই খাবার নিয়ে অঙ্গনারী কেন্দ্রে ফিরে যান। কিন্তু সেখানকার কর্মীরা ভালো করে খতিয়ে দেখেন ওটা ডিমের একটা অংশ যা সাপের মতো দেখাচ্ছে। যদিও এরই মধ্যে রটে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপ পড়েছে।
অঙ্গনারী কেন্দ্রের এক উপভোক্তা জানান , এটা একটা গুজব । খিচুড়িতে কোন কিছুই পড়েনি। আমরা খিচুড়ি খেয়েছি। আমাদের কিছুই হয়নি। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা বলেন , খিচুড়িতে কিছুই নেই। ডিম ফেটে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল তৈরি হয় ।