সংবাদদাতা,বাঁকুড়াঃ- একেবারে পথে নেমে ঢাক বাজিয়ে ‘চোর ধরো জেলে ভরো’ কর্মসূচি পালন করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুক্রবার সকালে বড়জোড়ায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান তুলে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিলও করেন সাংসদ। পাশাপাশি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের খুশিতে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে নকুলদানাও বিলি করেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শুধু পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেই থেমে থাকলে চলবে না। বাংলার বালি, গরু, কয়লা পাচারে যুক্ত এবং কোটি কোটি বেকারের স্বপ্ন ধ্বংসকারী তৃণমূলের নেতা ও পুলিশ আধিকারিকদেরও জেলে ভরতে হবে। তার দাবী যতদিন না পর্যন্ত অভিযুক্ত নেতা ও আমলারা গ্রেফতার হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে।