eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার অনির্বাণ একসঙ্গে নাচ শেখাচ্ছেন তিন প্রজন্মকে

বাঁকুড়ার অনির্বাণ একসঙ্গে নাচ শেখাচ্ছেন তিন প্রজন্মকে

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– আগামী ডান্স একাডেমি! এই নাচের স্কুলে নাচ শিখতে আসেন ৩ প্রজন্মের ছাত্রীরা। যেমন ধরুন, সাড়ে তিন বছর এর বাচ্চা মেয়ে থেকে শুরু করে ৫৫ বছর বয়সী মহিলারা আসেন নাচ শিখতে। মা, মায়ের শিক্ষিকা এবং মায়ের মেয়ে। আবার কখনো দেখা যায় শিক্ষিকা, শিক্ষিকার ছাত্রী, ছাত্রীর মেয়ে এবং মেয়ের মেয়ে নাচ শিখতে এসেছে এই আগামী ডান্স একাডেমিতে। আগামী ডান্স একাডেমির কর্ণধার অনির্বাণ দাস জানান “এটা একটা বিশেষ উপলব্ধি, ছোট থেকে চেয়েছিলাম নাচ শেখাবো এবং সেটাই করছি। আমার কাছে তিন প্রজন্মের ছাত্রীরাই রয়েছেন।”

এছাড়াও আগামী ড্যান্স একাডেমির উদ্যোগে বিনামূল্যে বাঁকুড়ার এক আর্থিকভাবে পিছিয়ে পড়া বস্তির ছেলেমেয়েদের শেখানো হয় নাচ। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের নাচের পারদর্শিতা মঞ্চস্থ করতে পেরেছেন।

বাঁকুড়ার মানুষের ভালোবাসা এবং বাঁকুড়ার সাংস্কৃতিক জগতে আগামী ড্যান্স একাডেমী একটি মুখ্য ভূমিকা পালন করছে এবং মানুষের ভালবাসা ও শিল্পী প্রেমীদের অনুরাগে ধীরে ধীরে এগিয়ে চলেছে আগামী ডান্স একাডেমী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments