সংবাদদাতা, বাঁকুড়া:– বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকে বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। গলিত লোহা গায়ে পড়ে ঝলসে গেল কারখানায় কর্মরত অন্তত ১৫ জন শ্রমিক। ঘটনায় আহতদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দশ জনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দুর্ঘটনাটি ঘটেছে বড়জোড়া শিল্প তালুকের ঘুটগড়িয়া এলাকার বিডি গোয়েল নামের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায়। জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিন কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই ব্লাস্ট ফার্নেস থেকে ফুলন্ত গলতি লোহা ছিটকে শ্রমিকদের গায়ে পড়ে। তবে কীভাবে লোহা ছিটকে শ্রমিকদের গাড়ে পড়ল তা সঠিকভাবে জানা যায়নি। চুল্লি বিস্ফোরণ ছাড়াও দুর্ঘটনার কারন হিসাবে আরো বেশ কয়েকটি তত্ব উঠে আসছে। একপক্ষ বলছে গলিত লোহা ক্রেনের সাহায্যে কারখানার ভেতরেই অন্যত্র সরানোর সময় ক্রেন ছিঁড়ে পড়লে গলিত লোহা গিয়ে পড়ে শ্রমিকদের উপর। আরেকটি পক্ষ বলছে ব্লাস্ট ফার্নেসের গলিত লোহা ওভারফ্লো করে তা শ্রমিকদের গায়ে পড়ে।
যদিও এদিনের দুর্ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তার গাফিলাতিকেই দায়ী করেছে বাম ও বিজেপির শ্রমিক সংগঠনগুলি। ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।