eaibanglai
Homeএই বাংলায়নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ১৪ চাকার লরি ঢুকে পড়ল দোকানে

নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ১৪ চাকার লরি ঢুকে পড়ল দোকানে

সংবাদদাতা, বাঁকুড়াঃ- নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই ১৪ চাকার লরি ঢুকে পড়ল দোকানে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দোকানে উপস্থিত লোকজন। দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও লরিটির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি দোকান। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত ২টো নাগাদ বাঁকুড়া সদর থানার কাঞ্চনপুরে ৬০ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে গতকাল রাতে রানীগঞ্জের দিক থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে পাথর বোঝাই একটি লরি বাঁকুড়ার দিকে যাচ্ছিল। পথে কাঞ্চনপুর বাজারে রাস্তার একটি বাঁকের মুখে লরিটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে রাস্তার ধারে থাকা একটি বেসরকারী হোমিওপ্যাথি ক্লিনিক ও পার্শ্ববর্তী একটি মুদি দোকানে। বেপরোয়া ওই পাথর বোঝাই ওই লরির ধাক্কায় দুটি দোকানের সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবী ওই দুর্ঘটনাটি মাঝ রাতে হওয়ায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। দিনের বেলায় হলে অনের প্রাণহানী ঘটে যেতে পারত। প্রত্যক্ষদর্শীদের দাবি পাথর বোঝাই লরিটি খুব দ্রুত গতিতে বেপরোয়াভাবে ছুটছিল। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। অন্যদিকে স্থানীয়দের দাবি ৬০ নম্বর জাতীয় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা না থাকায় বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments