eaibanglai
Homeএই বাংলায়পথ কুকুর নিয়ে হুলুস্থুলু বাঁকুড়া শহরে

পথ কুকুর নিয়ে হুলুস্থুলু বাঁকুড়া শহরে

সংবাদদাতা,বাঁকুড়াঃ– পথ কুকুর ধরা নিয়ে হুলুস্থুলু পড়ে গেল বাঁকুড়া শহরে। একদল লোক নেট দিয়ে এলাকার পথ কুকুর ধরে পটাপট অ্যাম্বুল্যান্সে তুলে দিচ্ছে। শুক্রবার সাত সকালে এমন দৃশ্য দেখে হৈ চৈ পড়ে যায় বাঁকুড়ার মাচানতলায়। স্থানীয়রা ওই কুকুর পাকড়াও করা ব্যক্তিদের ঘিরে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছয় বাঁকুড়া সদর পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত বাঁকুড়া শহরে পথকুকুরের সমস্যা নতুন নয়। শহর জুড়ে কুকুরের তান্ডবে অতিষ্ট সাধারণ মানুষ। শহরের পথ চলতে গিয়ে প্রায়শই কুকুরের আক্রমণের মুখে পড়তে হয় পথচারীকে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে শুধুমাত্র বাঁকুড়া শহরেই পথ কুকুরের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। কিন্তু তাবলে এলাকা থেকে বহিরাগতরা এসে কুকুর পাকরাও করে নিয়ে যাবে সেটা মানতে পারেননি স্থানীয়রা। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে জেলা প্রশাসনের উদ্যোগেই চলছে ওই পথ কুকুর পাকড়াও অভিযান। পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা করা ও ভ্যাকসিন দেওয়ার জন্যই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে স্থানীয়দের মতে এই ধরণের উদ্যোগ নেওয়ার আগে এলাকায় প্রচার চালানো বা স্থানীয় মানুষজনকে অবগত করার প্রয়োজন ছিল।

অন্যদিকে তাড়াহুড়ো করে এই উদ্যোগ নেওয়ায় প্রচার চালানো হয়নি বলে স্বীকারোক্তি করেছে প্রশাসনও । তবে জেলার পশুপ্রেমীদের সাথে আলোচনা করে স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে পথ কুকুরের জন্মনিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই অভিযান শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments