সংবাদদাতা,বাঁকুড়াঃ- গভীর ৪০ ফুট পরিত্যক্ত কুয়ো থেকে একটি পথ কুকুরকে উদ্ধার করে মানবিকতার পরিচয় দিলেন দমকল কর্মীরা। ঘটনা সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতের কল্যাণপুর এলাকার।
ঘটনাসূত্রে জানা যায় এলাকার একটি পরিত্যক্ত কুয়োয় গত শনিবার রাতে একটি পথ কুকুর পড়ে যায়। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষ খবর দেন সোনামুখীর গোস্বামী পাড়ার বাসিন্দা পশু প্রেমী আকাশ গোস্বামীকে। সময় নষ্ট না করে আকাশবাবু সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহায়তায় ওই কুকরটিকে উদ্ধারের চেষ্টা চালান কিন্তু বিফল হন। অবশেষে দমকলকে খবর দেওয়া হয়। রবিবার দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় সুস্থ অবস্থায় পথ কুকুরটিকে উদ্ধার করেন।
দমকলের এই উদ্যোগকে স্বাগত জানান সকল পশু প্রেমী শহরের শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ।