নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পরীক্ষা শেষে দশম শ্রেণীর এক ছাত্রকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধোরের অভিযোগ উঠল তারই এক সহপাঠী ও তার পরিবারের বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রমণের হাত থেকে রেহাল পেলেন না আহত পড়ুয়ার বাবা ও তার পরিবারের অন্যান্য সদস্যরাও। ঘটনা বাঁকুড়া শহরের কেয়টপাড়া এলাকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বাঁকুড়া গোয়েঙ্কা উচ্চবিদ্যালয়ের ছাত্র কেরানীবাঁধ এলাকার বাসিন্দা অভিজিৎ গরাই বৃহস্পতিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার আগে তার সহপাঠী বিশ্বনাথ ধীবরের সঙ্গে সাইকেল নিয়ে বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বনাথ ধীবরের দাদা জগন্নাথ ধীবর তাকে প্রাণে মারার হুমকিও দেয়। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আহত ছাত্রের পরিবারের। এরপর শুক্রবার স্কুলে পরীক্ষা শেষে জগন্নাথ ধীবর অভিজিৎ গড়াই নামে ওই পড়ুয়াকে স্কুল ক্যাম্পাস থেকে মারতে মারতে কেয়টপাড়ায় নিয়ে যায় বলে অভিযোগ। আহত ওই ছাত্রের বাবা গগন গরাইয়ের অভিযোগ ছেলেকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহৃত ওই ছাত্রের বাবা গগন গরাই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাইকেল নিয়ে বচসার জেরে স্কুল পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ
RELATED ARTICLES