সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়া জেলা পরিষদে লড়ে জয় পেলেন একদা স্বামী সৌমিত্র খাঁয়ের হয়ে প্রচার করে তাকে জিতিয়ে নজর কাড়া সুজাতা মণ্ডল খাঁ। একদা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কিছু দিন আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে। এরপর পঞ্চায়েত নির্বাচনে ‘খাঁ’ পদবি ছেড়ে প্রার্থী হন সুজাতা। বাঁকুড়া জেলা পরিষদের ৪৪ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন তিনি।
একই সঙ্গে ওই এলাকা থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জেলা পরিষদে প্রতিদ্বন্দিতা করে জয়ী হয়েছেন শুভাশীষ বটব্যাল ও মাম্পি দে-রাও। জয়ের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই বেলুন দিয়ে সাজানো হুডখোলা গাড়িতে চড়ে ভোটদাতাদের ধন্যবাদ জানাতে রাস্তায় বেরিয়ে পড়েন সদ্য বিজয়ী এই তিন তৃণমূল প্রার্থী। এমনকি দলীয় কর্মী সমর্থকের সঙ্গে আবীর খেলতেও দেখা যায় তাঁদের।
এদিন সুজাতা বলেন, ‘‘এই জয় খুব একটা সহজ ছিল না। আমি যেখান থেকে দাঁড়িয়েছি, সেটা অত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চল। এক মাস ধরে দরজায় দরজায় প্রচার করেছি। লোকসভা, বিধানসভায় যেখানে দল মাইনাসে ছিল, আমরা সেই মাইনাস কভার করেছি। সেগুলি লিড হয়েছে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় গণতন্ত্রপ্রেমী তৃণমূল কংগ্রেসের জয়।’’