eaibanglai
Homeএই বাংলায়চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা, শিক্ষকে রাস্তায় ফেলে মারধর

চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণা, শিক্ষকে রাস্তায় ফেলে মারধর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- চাকরি পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ গ্রেফতার হলেন বাঁকুড়ার সোনামুখী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। পাশাপাশি ওই শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও দুজন। ধৃত তিনজনকেই বিষ্ণুপুর আদালতে পেশ করা হলে অভিযুক্ত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাযন বিচারক এবং অন্য দুজনের জামিন মঞ্জুর করেন।

জানা গেছে ধৃত শিক্ষক জ্যোতির্ময় বাউরী বাঁকুড়ার সোনামুখী থানার রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের ইশবপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযোগ তিনি স্থানীয় মনুই গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডলের ছেলে লোকনাথ মণ্ডলকে চাকরি করে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় আট লক্ষ তিরাশি হাজার পাঁচশো টাকা আত্মসাৎ করেন। পরে কল্যানী মেডিক্যাল কলেজে নিয়োগের নামে ওই শিক্ষক লোকনাথ মণ্ডলকে ভুয়ো জয়েনিং লেটারও দেন। এরপর প্রতারিত সুনীল কুমার মণ্ডল ও তার ছেলে ওই শিক্ষকের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এরই মধ্যে গত মঙ্গলবার রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের টাকবাজার সংলগ্ন এলাকায় ওই শিক্ষককে দেখতে পেয়ে তার উপর চরাও হন সুনীল কুমার মণ্ডল ও তার ছেলে লোকনাথ মণ্ডল। অভিযোগ অভিযুক্ত শিক্ষককে রাস্তায় ফেলে মারধর করেন তারা। এরপর দুপক্ষই পুলিশে অভিযোগ জানালে তিনজনকেই গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে পেশ করে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments