সংবাদাতা, বাঁকুড়া:- পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত বাঁকুড়ার সোনামুখী। মনোনয়নপত্র জমার তৃতীয় দিনে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত। পাশাপাশি সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীকে হেনস্থার অভিযোগ ওঠে।
অভিযোগ এদিন সোনামুখীর বিজেপি বিধায়ক পার্থীদের নিয়ে নিয়ে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিকের সম্পাদক ইউসুফ মণ্ডলের নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের বাধা দেয়। প্রার্থীদের মারধরের পাশাপাশি বিধায়ককেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে বিধায়কের নিরাপত্তা কর্মীও আক্রান্ত হন বলে দাবি বিজেপির। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত। অন্যদিকে তৃণমূল নেতা ইউসুফ মণ্ডল সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন বিধায়কের নেতৃত্ব বিজেপি কর্মীরা তাদের উপর হামলা ও মারধর করে। মনোনয়ন জমা দিতে বাধা দেয়। ঘটনায় তিনি সহ তার দলের ৬-৭ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের আহতদের সকলকেই এদিন সোনামুখী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত দুদিন ধরে মনোনয়নকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা ও অশান্তির ঘটনার পর সোমবার থেকে মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। তা সত্ত্বেও সোনামুখী পুলিশ প্রশান এদিন অশান্তির ঘটনা ব্যার্থ হয় বলে অভিযোগ।