eaibanglai
Homeএই বাংলায়জগন্নাথের এক খিলি পানের দাম লাখ লাখ টাকা!

জগন্নাথের এক খিলি পানের দাম লাখ লাখ টাকা!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- পুরীতে একবার একজন ধনী দাম্ভিক ব্যাক্তি আসেন শ্রী জগন্নাথকে দর্শন করতে। পুরীর মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথরূপে অবস্থান করেন শুনেই তিনি এসেছেন ভগবানকে দর্শন করতে। তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করা মাত্র এক ভক্ত তাকে জগন্নাথের প্রসাদ সাধলেন, এই কথা শুনে‌ তিনি পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে সেই ভক্তকে দিতে গেলে ঐ ভক্তটি বলে,না মশায়, আমার টাকার প্রয়োজন নেই, আপনি প্রসাদটুকু নিন।

ধনী ব্যাক্তি তখন অহংবশে বলে, আমি টাকা ছাড়া কোনও কিছু গ্রহন করি না। এই ব্যাপারটি মন্দিরের এক পান্ডা দেখে সব বুঝতে পারলেন। তিনি এই ধাম্ভিক ব্যাক্তিটিকে আনন্দবাজার প্রসাদের মার্কেটে নিয়ে জগন্নাথের প্রসাদের অর্ডার নেওয়ার জন্য বললেন। ধনী ব্যাক্তিটি মনে মনে চাইছিলেন যে, নিজের টাকার গরিমা দিয়ে মন্দিরের পান্ডাদের সাথে তার মহিমা প্রচার করতে,তাই তিনি প্রসাদের অর্ডার যিনি নেন তাকে বললেন, ভগবান জগন্নাথকে প্রতিদিন ৫৬টি ভোগ নিবেদন করা হয়, আমি সেই ভোগের যে কোন একটি আইটেম দিতে চাই তার দাম যেন এক লক্ষ টাকা হয়। এক লক্ষ টাকার কথা শুনে সবাই আশ্চর্যান্বিত হয় কিন্তু এত টাকায় একটি আইটেম কী করে হবে? তারা কেউ এর সমাধান করতে পারলেন না।

ধনী ব্যাক্তিটির এক কথা একটি আইটেম যেন এক লক্ষ টাকার হয়। তখন সেই পান্ডা জগন্নাথ মন্দিরের প্রধান পুজারীর কাছে গেলেন। সব শুনে প্রধান পুজারী তাদের বললেন, এর সমাধান স্বয়ং ভগবান জগন্নাথ দিবেন, তবে আজ নয় কাল। কারন জগন্নাথ মন্দিরের নিয়ম আছে যদি কোনও
সিদ্বান্ত নিতে সবাই অপারগ হন তখন প্রধান পুজারী উপবাস করে জগন্নাথের ধ্যানে বসেন এবং তখন ভগবান জগন্নাথ তার সমাধান দিয়ে দেন।

প্রতিদিন ভগবান জগন্নাথকে ৫৬টি ভোগের সাথে তিনটে পানের খিলি দেওয়া হয়। একটি জগন্নাথ, একটি বলরাম ও একটি সুভদ্রা মহারানীর জন্য। প্রধান পূজারী ভগবান জগন্নাথের ধ্যানে বসলে তাকে ভগবান জগন্নাথ বললেন, সে ব্যাক্তিকে বলো , ও যেন আমায় এক খিলি পান দেয়। কিন্তু পানের খিলিতে চূন, খয়ের ও সুপারীর পরিবর্তে মিহিমুক্তাদানা যেন দেয়। বৈকূণ্ঠলোকবাসীরা ভগবানকে ভোগের সাথে প্রতিদিন এক খিলি পান দেন যাতে এই মিহিমুক্তাদানা থাকে আর এই মিহিমুক্তাদানা আসলে পাওয়া যায় হাতীর মাথা থেকে,এই কারণেই বলা হয় মরা হাতি লাখ টাকা।

এরপর ঐ অহংকারী ব্যক্তিটিকে ভগবান জগন্নাথের দেওয়া এই উত্তর শুনিয়ে নিয়ে দেওয়া হল, সব শুনে সেই ধাম্ভিক ব্যাক্তিটি মাথায় হাত দিয়ে বসে পরলেন। সে টাকার অহংকার করে বুঝতে পারলো যে, ভগবান জগন্নাথকে এক খিলি পান দেওয়ার সামর্থ্য‌ও তার নেই।‌ তখন সেই দাম্ভিক ব্যাক্তিটি নিজের টাকার অহংকার ত্যাগ করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলো এবং জগন্নাথের একনিষ্ঠ ভক্ত রূপান্তরিত হলো। এই ব্যক্তিটি হলেন ভারতের‌ হায়দ্রাবাদবাসী যশোবন্ত মেহেতা। আজও এই পরিবার জগন্নাথের সেবায় নিজেদের উৎসর্গ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments