সংবাদদাতা, বাঁকুড়াঃ- পুজোর ছুটিতে স্কুল চত্বর থেকে কাটা গাছ পাচারের অভিযোগে রীতিমত চাঞ্চল্য ছড়াল। বিষয়টি নজরে আসতেই রুখে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনা বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গার্লস হাইস্কুলের।
স্থানীয় সূত্রে জানা গেছে পরিচালন সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বাঁকুড়া কেঞ্জাকুড়া গার্লস হাইস্কুল চত্বরে থাকা বেশ কয়েকটি গাছ বেশকিছুদিন আগে কাটা হয় । সেই গাছের গুড়িগুলি স্কুল চত্বরেই পড়ে ছিল। সোমবার সকালে সবার অলক্ষ্যে গাছের সেই গুড়িগুলি একটি ইঞ্জিন ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নজরে আসতে সন্দেহ হয় এলাকাবাসীর ও গাছের গুড়ি সহ ভ্যান তারা স্কুল চত্বরেই আটকে দেন। পাশপাশি খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনার খবর পেয়ে স্কুল চত্বরে ছুটে যান বন দফতরের আধিকারিকরা।
অন্যদিকে যার উদ্যোগে গাছের গুড়িগুলি অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তার দাবী স্কুলের আসবাব তৈরির জন্য প্রধান শিক্ষিকার নির্দেশে গাছের গুড়িগুলি করাত কলে নিয়ে যাওয়া হচ্ছিল । যদিও বন দফতর জানিয়েছে গাছের গুড়ি অন্যত্র সরানোর ব্যাপারে যে ধরনের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় এক্ষেত্রে তা নেওয়া হয়নি । তাই আপাতত গাছের ওই গুড়িগুলিকে অন্যত্র সরানোর উপর নিষেধাজ্ঞা জারি করে বনদপ্তর।