নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ১১ই আগস্ট বাঁকুড়া মিউনিসিপ্যাল স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল “উত্তরণ”-র সপ্তম বার্ষিক সম্মেলন। প্রতি বছরের ন্যায় এই বছরও বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর বিশেষ করে জঙ্গলমহল এলাকার প্রায় ৯০ জন দুঃস্থ তথা মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বই, শিক্ষাসমগ্রী ও স্কলারশিপ প্রদান করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও একটি মেধা তালিকার মাধ্যমে প্রায় ১২০০ জনের মধ্যে থেকে পরিবারের আর্থিক পরিস্থিতি এবং মেধার নিরিখে নির্বাচন করা হয় কৃতিদের। রবিবার এই বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে উৎসাহ দেওয়ার এক প্রচেষ্টা সাফল্য লাভ করল উত্তরনের। রবিবার এই সভায় উপস্থিত ছিলেন বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক অরুণাভ ব্যানার্জি, সুবিকাশ চৌধুরী, অধ্যাপিকা মৃদুলা আচার্য্য, সমাজসেবী সমীরণ সেনগুপ্ত, বাঁকুড়া মিউনিসিপ্যাল স্কুলের প্রধান শিক্ষক সাধন পাত্র, রাজগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক আশীষ পাত্র মহাশয় সহ আরো অনেক বিশিষ্টরা। সম্পাদক রিতেশ মল্লিকের গলায় উত্তরণ ডাক দিলো,” খাদ্য-বস্ত্র-বাসস্থান দিয়ে সমাজকে পঙ্গু না করে, শিক্ষার আলোকে স্বাবলম্বী করতে হবে।”