নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ জমি নিয়ে বিবাদের জেরে বচসা, কিন্তু সেই বচসা যে এহেন মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারেননি কেউ। শুধুমাত্র সামান্য জমি নিয়ে বচসার জেরে প্রতিবেশী এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে খুন করল অন্য এক প্রতিবেশী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার হোমরা পলতা গ্রামে। মৃতের নাম শিখর হালদার (৪৫)। জানা গেছে, শিখর হালদার নামে ওই ব্যক্তির সঙ্গে এলাকার কয়েকজনের বাস্তুজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। কয়েকদিন আগেও দুপক্ষের মধ্যে ওই জমি নিয়ে তুমুল অশান্তি হয়। মৃতের পরিবারের দাবি, ওই জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রবিবার মধ্যরাতে এলাকার কয়েকজন যুবক শিখর হালদারকে ঘুমন্ত অবস্থায় জোর করে টেনেহিচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। অভিযোগ ওই জনা কয়েক যুবক এরপর তাকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেয়। ঘটনার পর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে খুচিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। নৃশংস এই খুনের অভিযোগ পাওয়ার পর জীবনতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে খুন করলো প্রতিবেশী
RELATED ARTICLES