eaibanglai
Homeএই বাংলায়মাত্র আড়াই ইঞ্চির মোম রংয়ের দেবী মূর্তি

মাত্র আড়াই ইঞ্চির মোম রংয়ের দেবী মূর্তি

সংবাদদাতা,বাঁকুড়াঃ– যে মোম রং দিয়ে সাধারণত ছোটরা ছবি রং করে থাকে, শিল্পীর হাতের জাদুতে সেই মোম রংয়েই ফুটে উঠেছে দেবী মূর্তি, মা লক্ষ্মী। দৈর্ঘ্য মাত্র আড়াই ইঞ্চি। এত ছোট দেবী মূর্তির সঙ্গে রয়েছে তাঁর বাহন পেঁচাও। মূর্তিটি তৈরি করেছেন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার বাসিন্দা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। যিনি একজন “মিনিয়েচার শিল্পী” আবার পেশায় একজন চিত্রশিল্পী এবং আঁকার শিক্ষক। দীর্ঘদিন ধরে চিত্রশিল্পর পাশাপাশি “মিনিয়েচার আর্ট”এর সঙ্গে যুক্ত ইন্দ্রনীলবাবু। কোনও একটি ছোট্ট ক্ষুদ্রবস্তুর উপরে শিল্পকলা ফুটিয়ে তোলা কে বলে “মিনিয়েচার আর্ট”। এই শিল্পে প্রয়োজন হয় ধৈর্য, সময়, পরিশ্রম এবং চোখের জোর।

ইন্দ্রনীলবাবু জানান, প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল মৌলিক কিছু করার। সেই কারণে নিজের শিল্প জীবনের প্রথম লগ্ন থেকেই বোতল আর্ট এবং মিনিয়েচার আর্টের উপর কাজ করেছেন তিনি। সাম্প্রতিক তৈরি করা মোম রং এর উপরে মূর্তিটি নজর কেড়েছে বাঁকুড়া বাসীর। এছাড়াও এর আগে তৈরি করেছেন, আড়াই ইঞ্চির মূর্তি, অর্ধেক ইঞ্চির মা কালী, আখরোটের উপর মা দুর্গা, বোতলের ভিতর মা দুর্গা। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় বানিয়েছিলেন, বোতলবন্দী বিরাট কোহলিকে। এক দশক আগে সৌরভ গাঙ্গুলীকে উপহার দিয়েছেন “বোতলবন্দী দাদা”। যা দেখে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর প্রশংসা করেছেন। তাঁর এই শিল্পের জন্য় প্রশংসা কুড়িয়েছেন শিল্পী মহলে। বর্তমানে এই শিল্পকলা শেখাচ্ছেন নতুন প্রজন্মকেও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments