eaibanglai
Homeএই বাংলায়পুলিশের জালে পুরো চোরচক্র, উদ্ধার বিপুল পরিমাণ সোন রুপার গহনা

পুলিশের জালে পুরো চোরচক্র, উদ্ধার বিপুল পরিমাণ সোন রুপার গহনা

সংবাদদাতা,বাঁকুড়াঃ– সম্প্রতি বাঁকুড়ার বড়জোড়া শহরে পর পর পাঁচটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। লক্ষাধিক টাকার সোনা এবং রূপোর গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনায় অভিযোগ জমা পড়লে নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ। বড়জোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পুলিশকর্তারা তদন্তে অংশ নেন ও চুরির ঘটনার সমাধান করেন। পুলিশ সক্ষম হয় একটি চোরচক্রকে ধরতে ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে।

চুরি চক্রের সাথে যুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল সাবির শেখ, জগদীশ দাস এবং ছোটন পাল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় ১৬০ গ্রাম সোনা এবং ৪০০ গ্রাম রুপার অলংকার উদ্ধার করেছে পুলিশ।

বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সিদ্ধার্থ দর্জি জানান, বড়জোড়া থানা এলাকার একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খোড়ু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রমপাড়া থেকে ছোটন পালকে নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। তাদের তিন জনের কাছ থেকে খবর পেয়ে ওই বিপূল পরিমান সোনা ও রুপা উদ্ধার করা হয়। ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments