eaibanglai
Homeএই বাংলায়শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিতর্কিত মন্তব্য বিজেপির দুই নেতার

শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বিতর্কিত মন্তব্য বিজেপির দুই নেতার

সংবাদদাতা,বাঁকুড়াঃ- এসএসসি দুর্নীতি মামলা ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। শনিবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে বাঁকুড়ার মাচানতলায় এক পথ সভার আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর এই পথ সভা থেকেই বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল বিজেপির দুই নেতা প্রক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বিরুদ্ধে।

এদিনের সভায় বক্ত রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজ্য সরকার এবং শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন,“যারা চাকরির জন্য তৃণমূলের দালালদের টাকা দিয়েছেন, তাঁদের টাকা ফিরিয়ে দিতে আমরা বিজেপির পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতা করব। প্রয়োজনে ওই দালালদের আকাশমুক্ত মঞ্চে তুলে এনে জামা-কাপড় খুলে জলবিচুটি দিয়ে চাবুক মারা হবে।”

অন্যদিকে বিজেপি বিধায়ক হিন্দুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের আত্মরক্ষার জন্য একটা করে যন্ত্র রাখুন।” এছাড়াও চাকরি দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “যারা চাকরির জন্য টাকা দিয়েছেন, তাঁরা আমাকে ডাকবেন। আমি চোরদের জামার কলার ধরে টেনে ঘর থেকে বের করে মাচানতলায় এনে আছাড় মারব। আর কাউকে যদি এক হাজার টাকাও দিয়ে থাকেন, তাহলে তাঁর আন্ডার প্যান্ট পর্যন্ত খুলে নেবেন”

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্যে প্রসঙ্গে সুভাষ সরকার বলেন, “আপনাদের মনে হতে পারে আইন হাতে তুলে নেওয়া । কিন্তু মানুষ তা করবে, জনগণ করবে। কারণ মানুষের আক্রোশ।” অন্যদিকে বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাঁর করা মন্তব্যের প্রেক্ষিতে বলেন, “আমি তো বলিনি অস্ত্র রাখতে। আপনারা বলছেন। আমি বলেছি আত্মরক্ষার জন্য জন্য যন্ত্র রাখতে। বাড়িতে তো কত যন্ত্র থাকে পাখা, সাইকেল, তাদের বল বেয়ারি ইত্যাদি।”

এদিনের পথসভা থেকে বিজেপি নেতৃত্ব জেলাবাসীকে মুখ্যমন্ত্রীর ঠিকানায় চিঠি পাঠিয়ে তাঁর পদত্যাগের দাবি জানানোর আহ্বান জানান। এদিনের পথ সভার পাশাপাশি এদিন বাঁকুড়া শহরে হিন্দু স্কুল থেকে মাচানতলা পর্যন্ত বিজেপির একটি র‍্যালিও অনুষ্ঠিত হয়। সেখানে শ্লোগান তোলা হয় “চাকরি চোর ও হিন্দু হত্যাকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments