সংবাদদাতা,বাঁকুড়াঃ- কলেজ পড়ুয়াদের উদ্যোগে আবর্জনা মুক্ত হল বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর। দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ও আগাছায় পরিপূর্ণ হয়েছিল হাসপাতালের আশপাশ। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনদের। অবশেষে যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ারের হাতের ছোঁয়ায় নতুন রূপ পেল হাসপাতাল চত্বর। পড়ুয়ারা জানায় তারা প্রতি রবিবারই এলাকায় নানারকম সমাজসেবামূলক কাজ করে থাকেন।
রবিবার সকাল থেকেই সিনিয়র ভলেন্টিয়ার হারাধন কর্মকারের নেতৃত্বে মুখে মাক্স ও হাতে হ্যান্ড গ্লাভস পড়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করতে দেখা যায় কলেজ পড়ুয়াদের। অন্যদিকে এদিন বেলচা ঝাড়ু নিয়ে ভলেন্টিয়ারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় বিধায়ক অলোক মুখার্জিকেও। তিনি বলেন, “এন এস এস ভলেন্টিয়াররা যেভাবে এই কাজে এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসার যোগ্য়। আমি নিজেও এই কাজে হাত লাগিয়েছি।” পাশাপাশি তিনি যামিনী রায় কলেজের এনএসএস ভলেন্টিয়ারদের পাশে থাকা ও সহযোগিতার আশ্বাস দেন।