সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ায় সরকারি ক্রয় কেন্দ্রে চাষীদের ঠকানোর অভিযোগ, প্রতিবাদে রাস্তায় ধান ফেলে পথ অবরোধ চাষীদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কেচন্দা এলাকায়।
পথ অবরোধে সামিল কৃষক অনুকুল মাহাত, হারাধন মাহাতরা এদিন জানান, সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের। দূর দূরান্ত থেকে চাষীরা ধান নিয়ে এলেও নানা অছিলায় ধান কেনা হচ্ছে না। দু’তিন দিন বস্তাবন্দি অবস্থায় পড়ে থাকছে ধান। আবার ধান কেনার সময় কুইন্টাল প্রতি ১০ থেকে ১২ কেজি বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এমনকি রশিদেও বাদ যাওয়া ধানের হিসেব লেখা হচ্ছে না। প্রতিবাদ জানালে ধান না কেনার হুঁশিয়ারি দিচ্ছেন সরকারি আধিকারিকরা। অন্যদিকে ফঁড়েদের ধান কোনোরকম পরীক্ষা না করেই কিনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তাঁরা ব্লক ও জেলা স্তরে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি। তাই বাধ্য হয়েই তারা পথ অবরোধে সামিল হয়েছেন।
যদিও সরকারি ক্রয় ক্রেন্দ্রের এক আধিকারিক দাবি করেন ধানের মান অনুযায়ী দাম দেওয়া হচ্ছে। চাষীর দশ বস্তার মধ্যে হয়তো এক বস্তা ধান খারাপ বের হচ্ছে। সেই ধানের দাম কম দেওয়া হচ্ছে। যদিও ফঁড়েদের ধান কেনার বিষয়টি তিনি জানেনা বলে দাবি করেন। তবে লিখিত অভিযোগ জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেন তিনি।
প্রসঙ্গত মাথার ঘাম পায়ে ফেলে ধান চাষ করেন চাষীরা। অনেকে চাষের জন্য ঋণও নেন। সেই ধান বিক্রির উপর নির্ভর করেই চলে তাঁদের সারাটা বছর। সেই ধান বিক্রি করে সঠিক দাম না পেলে ছেলে মেয়ে সংসার নিয়ে তাঁরা আর্থিক বিপর্যের মুখে পড়েবন বলে দাবি চাষীদের।





