সংবাদদাতা,বাঁকুড়াঃ- টানা বৃষ্টিতে বাঁকুড়া জেলার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের কারণে গত বুধবার থেকে বাঁকুড়া জেলায় লাগাতার বৃষ্টি শুরু হয়েছে । গত দুদিনে বাঁকুড়া জেলায় মোট বৃষ্টিপাত হয়েছে ৭৮ মিলিমিটার । আর এই বৃষ্টির কারণে শালী নদী , গন্ধেশ্বরী , দ্বারকেশ্বর , শিলাবতী সহ বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার জেরে রাস্তা, ধানের জমি ডুবেছে জলের তলায়। বন্ধ যাতায়াত, মাথায় হাত কৃষকদের।
প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির কারণে শালী নদীর জল স্তর বৃদ্ধির কারণে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার প্রধান রাস্তার ওপর দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল । ফলে যাতায়াত সম্পূর্ণ বন্ধ। চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষরা । এই পরিস্থিতিতে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর জলজলা পতাশপুর কমলাশায়ের সহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের এই মুহূর্তে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেতে গেলে ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরপথে যেতে হবে । অন্যদিকে চাপাবনি গ্রামের ছাত্র-ছাত্রীদের নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে আশা সম্পূর্ণ বন্ধ । ফলে সমস্যায় পড়েছে স্কুল পড়ুয়ারাও ।
এদিকে এলাকার কয়েকশো বিঘা ধান জমি এই মুহূর্তে জলের তলায় চলে গিয়েছে । ফলে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।





