eaibanglai
Homeএই বাংলায়গৃহবধূর হাতে তৈরি মা দুর্গার পরিবার, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে

গৃহবধূর হাতে তৈরি মা দুর্গার পরিবার, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে

সংবাদদাতা,বাঁকুড়া:- নিজের হাতে মা দুর্গার মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বাঁকুড়ার গৃহবধূ। তাঁর তৈরি মা দুর্গার প্রতিমা প্রশংসিত হচ্ছে সোশ্যাল মাধ্যমে। যা নজর কেড়েছে নেটিজেনদের।

বাঁকুড়াশহরের কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা সরকার সরকাঠি দিয়ে মাত্র ১.৭ ইঞ্চি মাপের দুর্গা প্রতিমা তৈরি করেছেন। যার ওজন মাত্র ১৫ গ্রাম। একচালার মূর্তিতে নিখুঁত হাতে ফুটিয়ে তুলেছেন মা দুর্গার সম্পূর্ণ পরিবার। পুরো কাজটাই সম্পন্ন করেছেন সর কাঠির ব্যবহার করে। এই অনন্য শিল্পকর্ম যেন পুজোর আগে জেলাবাসীর জন্য একটি বাড়তি পাওনা।

অর্পিতা জানিয়েছেন এই ধরণের মূর্তি তৈরির জন্য তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি। নিজের চেষ্টাতেই এই কাজ করছেন । বিগত ১০ বছর ধরে নানা জিনিস দিয়ে দুর্গাপুজোর আগে এই ধরণের দুর্গা প্রতিমা বানিয়ে নজর কাড়ছেন তিনি। এর আগে তাঁর বানানো তেজ পাতা, ভুট্টার খোসা দিয়ে তৈরি দুর্গা প্রতিমা সকলের নজর কেড়েছিল।

গৃহবধূ অর্পিতার রয়েছে স্বামী ও দুই সন্তান। নিজের সবটা দিয়ে সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি অবসর সময়ে বেশ কিছু হাতের কাজ সারেন তিনি। সবমিলিয়ে অর্পিতা প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলে উপায় হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments