eaibanglai
Homeএই বাংলায়আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি, হাসপাতালে ভর্তি একাধিক শিশু সহ ৯ জন

আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি, হাসপাতালে ভর্তি একাধিক শিশু সহ ৯ জন

সংবাদদাতা,বাঁকুড়াঃ- অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খাবারে মিলল টিকটিকি। আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু সহ ৯জন। ঘটনা বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গার দামদি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের।

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু, প্রসুতি ও গর্ভবতী মিলিয়ে মোট ৫৫ জন উপভোক্তা প্রতিদিন রান্না করা খাবার পান। অন্যান্যদিনের মতো এদিনও স্থানীয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে রান্না শেষে খিঁচুড়ি দেওয়া হয়। সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার সময় এক মহিলার নজরে আসে খিঁচুড়ির মধ্যে একটি ছোট টিকটিকি। বিষয়টি ওই মহিলা সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মীদের জানান। ততক্ষণে কয়েকজন শিশু সহ মোট ৯ জন উপভোক্তা ও পরিবারের লোক ওই খাবার খেয়ে নেওয়ায় বিষক্রিয়ার আশঙ্কায় তড়িঘড়ি তাঁদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের শারীরিক কোনো সমস্যা দেখা না দিলেও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

যদিও আইসিডিএস কর্মী ও সহায়িকার দাবি ওই টিকটিকি রান্নার সময় খিঁচুড়িতে পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে তেমনই রান্না করা খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পরেও তাতে টিকটিকিটি পড়ে থাকতে পারে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments