eaibanglai
Homeএই বাংলায়জন্ডিসের প্রকোপ বাঁকুড়ায়

জন্ডিসের প্রকোপ বাঁকুড়ায়

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার সিমলাপাল ব্লকের বাঘাখুলিয়া গ্রামে ছড়িয়ে পড়েছে জন্ডিসের প্রকোপ। আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। দূষিত পানীয় জল থেকেই জন্ডিসের এই প্রকোপ বলে আশঙ্কা স্বাস্থ্য দফতরের।

সিমলাপাল ব্লকের বাঘাখুলিয়া গ্রামে প্রায় দেড়শোটি পরিবারের বসবাস। জানা গেছে মাস দেড়েক আগে বর্ষা শুরুর আগে গ্রামের এক ব্যক্তি জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে গ্রামে লাফিয়ে বাড়তে শুরু করে জন্ডিস আক্রান্তের সংখ্যা। স্থানীয়দের দাবি গ্রামে কমপক্ষে ৬০ থেকে ৭০ জন জন্ডিসে আক্রান্ত। তাদের মধ্যে একজনের শারিরীক অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ও পরে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যদিও স্বাস্থ্য দফতরের দাবি গ্রামে আক্রান্তের সংখ্যাটা পঞ্চাশের আশেপাশে। দূষিত পানীয় জল পান করেই জন্ডিসের প্রকোপ ছড়িয়েছে বলে অনুমান স্বাস্থ্য দফতর থেকে স্থানীয় বাসিন্দাদের। গ্রামবাসীরা জলজীবন মিশন প্রকল্পের সৌরচালিত জল প্রকল্প থেকে পানীয় জল সংগ্রহ করেন। স্থানীয়দের দাবি ওই প্রকল্পের জলের ট্যাঙ্ক নিয়মিত পরিস্কারের কোনো ব্যবস্থা নেই। ফলে ট্যাঙ্ক থেকে জল দূষিত হতে পারে।

এদিকে জন্ডিসের প্রকোপ বাড়তে থাকায় গ্রাম পঞ্চায়েতের তরফে ট্যাঙ্কারে করে গ্রামে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামে বসানো হয়েছে মেডিক্যাল টিম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments