eaibanglai
Homeএই বাংলায়সাংবাদিক হেনস্থা,ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নেতারা

সাংবাদিক হেনস্থা,ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন নেতারা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার জঙ্গলমহলের আদিবাসী সাংবাদিককে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ এক বিশেষ রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে। প্রতিবাদে গর্জে উঠল আদিবাসী সমাজ। অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ওই রাজনৈতিক দলের নেতারা।

প্রসঙ্গত, সম্প্রতি একটি সংবাদ নিজেদের মনোপুতঃ না হওয়ায় একটি বিশেষ রাজনৈতিক দলের একাধিক নেতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আদিবাসী সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠে। এই খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিকদের তরফে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি প্রতিবাদে সরব হয় আদিবাসী একতা মঞ্চের সদস্যরাও। বুধবার ওই সংগঠনের তরফে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে রানীবাঁধের তালগোড়া মোড় থেকে পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু চক পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে সংগঠনের সদস্য ছাড়াও হাঁটেন অসংখ্য সাধারণ মানুষ। মিছিল শেষে পণ্ডিত রঘুনাথ মুর্ম্মু চকে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল। এদিন সেই সভায় উপস্থিত হয়ে ওই রাজনৈতিক দলের নেতৃত্বরা এবং প্রকাশ্যে ক্ষমা চাইলেন।

অন্যদিকে আদিবাসী একতা মঞ্চের তরফে জানানো হয়, শুধু আদিবাসী সম্প্রদায়ভূক্ত বলে নয়, যেকোন সাংবাদিকের উপর আক্রমণ-হেনস্থার ঘটনা ঘটলে তারা একইভাবে প্রতিবাদে পথে নামবেন ও প্রতিবাদে গর্জে উঠবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments