সংবাদদাতা,বাঁকুড়াঃ- মাধ্যমিক পরীক্ষা পড়ুয়াদের জীবনে প্রথম বড় পরীক্ষা। পড়াশোনার প্রস্তুতির পাশাপাশি পড়ুয়াদের সম্মুখীন হতে হয় প্রবল মানসিক চাপ ও ভয়ের। একদিকে পড়াশুনার প্রস্তুতি অন্যদিকে অভিভাবক, পরিবার, সমাজেরও আলাদা প্রত্যাশা, যা মানসিক চাপকে আরও বাড়িয়ে দেয়। যার থেকে জীবনের প্রথম পরীক্ষার আগে তৈরি হয় আতঙ্ক। সেই আতঙ্ক কাটিয়ে বাস্তব পরীক্ষার জন্য পড়ুয়াদের তৈরি করতেই বিশেষ উদ্যোগ নিয়েছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির বাঁকুড়া জেলা শাখা।
এই শাখা সংগঠনের উদ্যোগে বাঁকুড়া জেলাজুড়ে শুরু হয়েছে বিশেষ মাধ্যমিক মক টেস্ট ২০২৬। বিভিন্ন আঞ্চলিক শাখার সক্রিয় পরিচালনায় জেলার মোট ২৫টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এই মক টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমেই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক-শিক্ষিকারা প্রশ্নপত্র রচনা করেছেন এবং তাঁরাই উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বে রয়েছেন।
উদ্যোক্তাদের মতে, মাধ্যমিকের আগে এই ধরনের মক টেস্ট কার্যত একটি ‘রিহার্সাল’। পরীক্ষার নির্দিষ্ট সময়ে বসে প্রশ্ন পড়া, উত্তর সাজানো, লেখার গতি বজায় রাখা—এই সব কিছু বাস্তব পরিবেশে অভ্যাস করার সুযোগ মিলছে। পাশাপাশি, পরীক্ষার্থীরা নিজের প্রস্তুতির আসল চিত্র স্পষ্টভাবে বুঝতে পারছে—কোন বিষয়ে তারা এগিয়ে, আর কোন জায়গায় এখনও ঘাটতি রয়ে গেছে।
পরীক্ষার পর উত্তরপত্র পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে। শুধু নম্বর জানিয়ে দেওয়াই নয়, কোথায় ভুল হয়েছে, কীভাবে উত্তর আরও নির্ভুল ও পরীক্ষাবান্ধব করে লেখা যায়—সে বিষয়েও বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে। ফলে পড়ুয়ারা নিজের ভুল শুধরে নিয়ে পরবর্তী প্রস্তুতিকে আরও শক্ত করতে পারছে।
তবে এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ছাত্রছাত্রীরা। পরীক্ষাকেন্দ্রগুলিতে পড়ুয়াদের অংশগ্রহণও চোখে পড়ার মতো। পড়ুয়ারা জানাচ্ছে এই সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য় করবে অন্যদিকে এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও।


















