সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়ার বারিকুলের লেপাম গ্রামের খুনের ঘটনার তদন্তে উঠে এল পরকীয়া সূত্র। তদন্তে নেমে খুনে অভিযুক্ত প্রেমিকার স্বামীকে গ্রেফতার করল বারিকুল থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মুর্মু। মঙ্গলবার গভীর রাতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বুধবার তাকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত বারিকুলের লেপাম গ্রামে টোটোচালক সুশীল হেমব্রম (৩৯) গত সোমবার বিকেলে টোটো নিয়ে রসপাল হাটে ভাড়ায় সবজি আনতে গিয়েছিলেন। তারপর আর বাড়ি ফেরেননি। ওই দিন রাতেই বারিকুল-ফুলকুশমা রাস্তার আগুইগোড়া ক্যানেল সেতুর ধারে ধানখেত থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফুলকুশমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত সুশীলের সঙ্গে বারিকুল মাঝেরপাড়ার বিশ্বজিৎ মুর্মুর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল দুই পরিবারের মধ্যে। অবশেষে সেই সম্পর্কের জেরেই বিশ্বজিৎ ধারালো অস্ত্র দিয়ে সুশীলকে খুন করে পালায়। অভিযুক্তকে খুঁজে বের করতে তৎপর হয় বারিকুল থানার পুলিশ এবং মঙ্গলবার গভীর তাকে ভিন জেলা থেকে গ্রেফতার করে।





