সংবাদদাতা,বাঁকুড়াঃ- বর্তমান সময়ে জমি মাফিয়া ও ফ্ল্যাট বাড়ির দৌরাত্ম্যে যেন দানবের মতো গিলে ফেলছে পাড়ার মাঠগুলি। ছোট ছোট জনবসতির এই মাঠগুলি ছোট বড় সকলের খেলাধুলা, হাঁটা, মর্নিংওয়াক, শরীর চর্চার যেমন জায়গা তেমিন এই এক টুকরো খোলা জায়গা খোলা আকাশগুলো যেন ইঁদুর দৌড়ের জীবনে একটু জিরিয়ে নেওয়ার, একটু হাঁফ ছেড়ে বাঁচারও জায়গা। এবার এরকমই পাড়ার বহুদিনের পুরনো খেলার মাঠ বাঁচাতে পথে নেমে আন্দোলন শুরু করলেন এলাকার সাধারণ মানুষ। এমনই ছবি উঠে এসেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুরের বাউরি পাড়ায়।
বাউরিপাড়ার বাসিন্দাদের দাবি যে বাপ ঠাকুরদাদার আমল থেকেই এলাকার খেলার মাঠটি রয়েছে। এলাকার ছোটবড় সকলের প্রিয় জায়গা ও মাঠ। ছোটদের খেলাধুলার পাশাপাশি বড়রাও মর্নিংওয়াক, হাঁটা কিংবা শরীর চর্চা করে থাকেন ওই মাঠে। কেউ বা দিনান্তে মাঠে বসে একটু জিরিয়ে নেন। কিন্তু অভিযোগ স্থানীয় এক ব্যক্তি প্রভাব খাটিয়ে প্রোমোটারদের ওই মাঠটি বিক্রি করার চক্রন্ত করছেন।
প্রতিবাদে “খেলার মাঠ বাঁচাও কমিটি” তৈরি করে একজোট হয়ে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। রবিবার বিকালে প্রোমোটারদের বিরুদ্ধে এক মহা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি পুরো রামপুর বাজার এলাকা পরিক্রম করে। মিছিলে পা মেলায় এলাকার বাউড়ি সমাজের প্রায় হাজার দুয়েক মানুষ। মহিলা পুরুষ ছোট বড় সকলেই হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে খেলার মাঠ বাঁচানোর আহ্বান জানায়।





