সংবাদদাতা,বাঁকুড়াঃ- গত বর্ষায় প্লাবনের জেরে ভেঙ্গে যায় বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপরে থাকা ব্রিজটি। তারপর আর সংস্কার করা হয়নি ব্রিজের। এদিকে চলতি বছরে ফের শুরু হয়ে গেছে বর্ষার মরশুম। গত প্রায় এক মাস ধরে জেলায় অতি বৃষ্টির কারণে শালী নদীতে বেড়েছে জলস্তর। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেই ভাঙ্গা ব্রিজ দিয়েই যাতায়াত করছেন এলাকার প্রায় ৩০ থেকে ৪০ টি গ্রামের সাধারণ মানুষজন।
পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের ও ধুলাই গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষজনকে এই ব্রিজ দিয়ে নিত্যদিন বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয়। অন্যদিকে রামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের পিয়ারবেড়া ধুলাই পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রতিদিন যাতায়াত করতে হয় । সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল পড়ুয়াদের এবং রোগী ও রোগীর আত্মীয়দের।
ভাঙা ব্রিজ দিয়ে যাতায়াত নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এই মুহূর্তে প্রত্যেকের একটাই দাবি অতি দ্রুত প্রশাসন এই ব্রিজ সংস্কারের ব্যবস্থা করুক।





