সংবাদদাতা,বাঁকুড়াঃ– বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু বৃদ্ধের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া খাতড়ার খড়বন মোড় এলাকায়। মৃত বৃদ্ধের নাম শম্ভু বারিক (৭০)। বাড়ি খাতড়ার দুবরাজপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ভোরে শম্ভুবাবু নাতনীকে বাসে তুলেতে খড়বন মোড়ে গিয়েছিলেন। নাতনীকে বাসে তুলে দিয়ে ফেরার পথে ঘটে যায় দুর্ঘটনা। হঠাৎ বেপরোয়া একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাতড়া হাসপাতালে পাঠায়।
অন্যদিকে ঘটনার প্রতিবাদে ও ঘাতক গাড়ির চালককে গ্রেফতার, ক্ষতিপূরণের দাবিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের ওপর খড়বন মোড়ে পথ অবরোধ করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ রাস্তার ওপর বাম্পার না থাকার ফলে বেপরোয়া গাড়ি চলাচল করছে। ফলে বারবার দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুযের। অবিলম্বে রাস্তার উপর স্পিড ব্রেকার তৈরি ও ঘাতক গাড়ি আটক করে ক্ষতিপূরণের দাবি জানান তাঁরা। পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এদিকে ব্যাস্ত সময়ে রাজ্য সড়কে অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ও হয়রানির শিকার হতে হয় সাধারণ যাত্রীদের।





