eaibanglai
Homeএই বাংলায়গান গেয়ে পথ সুরক্ষার সচেতনতা

গান গেয়ে পথ সুরক্ষার সচেতনতা

সংবাদদাতা, বাঁকুড়া:- গান গেয়ে পথ চলতি মানুষকে হেলমেট পড়া সহ ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছে একাদশ শেণীর এক ছাত্রী। তার আবার মাথায় হেলমেট হাতে গিটার। সুরেলা কন্ঠের টানে অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। শুনছেন গান, আর তাতেই পথ সুরক্ষা নিয়ে সচেতনতাও ছড়িয়ে পড়ছে সাধারণের মধ্যে। এমনই ছবি ধরা পড়বে বাঁকুড়ায়।

বাঁকুড়া টাউন গার্লসের একাদশ শেণির ছাত্রী ঝিমলি চ্যাটার্জী। মাত্র ৫-৬ বছর বয়স থেকে ট্রাফিক পুলিশের সঙ্গে ট্রাফিক আইন তথা সেইফ ড্রাইভ, সেইভ লাইফ নিয়ে প্রচার করে চলেছে সে। আর প্রচারের জন্য তার হাতিয়ার সুরেলা কন্ঠের গান। ঝিমলি বাবা এবং সঙ্গীত শিক্ষকের লেখা কথায় জনপ্রিয় বাংলা, হিন্দি নানা গানের সুর মিলিয়ে প্যারোডি তৈরি করে সেই গান তুলে ধরে সাধারণ মানুষের কাছে। যা মানুষের কাছে পৌঁছে যায় সহজেই। বাঁকুড়ার মোড়ে মোড়ে যে ট্রাফিক সচেতনতার গান শোনা যায় সেগুলি তারই গাওয়া। তার গাওয়া গানে উদ্বুদ্ধ হয়ে অনেকেই হেলমেট পড়ে নিজের সুরক্ষাও করছেন। যা সেইফ ড্রাইভ, সেইভ লাইফ কর্মসূচিকে সফলতার দিকে এগিয়ে দিয়েছে বলেই দাবি ট্রাফিক পুলিশের।

অন্যদিকে পথ নিরাপত্তার গান গেয়ে ঝিমলিও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে। সাধারণ মানুষের জন্য তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী। পরিবারের মেয়ের এই উদ্যোগে খুশি ঝিমলির পরিবারের সদস্যরাও। আপাতত পড়শুনা নিয়ে ব্যস্ত থাকলেও ভবিষ্যতে গানকেই পেশা হিসেবে বেছে নিয়ে জীবনের পথে এগিয়ে যেতে চায় বাঁকুড়ার এই কিশোরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments