eaibanglai
Homeএই বাংলায়বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের

বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের

সংবাদদাতা,বাঁকুড়াঃ– আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বড়সড় ভাঙ্গন বাম এবং বিজেপি শিবিরে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে শক্তি বৃদ্ধি করল শাসক দল তৃণমূল কংগ্রেস।

রবিবার বিকেলে গঙ্গাজলঘাটি ব্লকের চৌশাল গ্রামের একশোটি পরিবার সিপিআইএম এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন শালতোড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বপন বাউরী, গঙ্গাজলঘাটি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জীতেন গরাই সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা। যা নিয়ে এখন জোর চর্চা জেলার রাজনৈতিক মহলে।

সদ্য তৃণমূলে যোগ দেওয়া সদস্যদের দাবি বিজেপিতে থেকে তাঁরা কিছুই করতে পারছিলেন না। তৃণমূলের হাত ধরেই রাজ্য উন্নয়নের কাজ হচ্ছে। সেই উন্নয়ন যজ্ঞে যোগ দিতেই তাঁদের দলবদলের সিদ্ধান্ত। তৃণমূলের ব্লক সভাপতি জীতেন গরাইয়ের দাবি এই যোগদানের ফলে দল আরও শক্তিশালী হল।

যদিও এই দলবদলকে নাটক বলে দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি যাঁরা যোগ দিয়েছেন বলে দেখানো হচ্ছে তাঁরা আসলে সব তৃণমূলেরই লোক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments