eaibanglai
Homeএই বাংলায়বিধানসভা নির্বাচনের আগেই বাঁকুড়ার তালডাংরায় উড়ল সবুজ আবির

বিধানসভা নির্বাচনের আগেই বাঁকুড়ার তালডাংরায় উড়ল সবুজ আবির

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ জয় তৃণমূলের। বাঁকুড়ার তালডাংরায় উড়ল সবুজ আবির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় সমিতি নির্বাচনে জয় পেল শাসকদল। যদিও বিরোধীদের দাবি পুলিশের সঙ্গে হাত মিলিয়ে গায়ের জোড়ে জয়ী হয়েছে শাসক দল।

প্রসঙ্গত ২০০৯ সালে তালডাংরার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৎকালীন শাসক সিপিআইএম-কে হারিয়ে বিরোধী তৃণমূল সর্মথিত প্রার্থীরা নির্বাচিত হন। ২০১৯ সাল পর্যন্ত ভোট হয়ে স্থায়ী সদস্যপদ থাকে। তারপর ২০১৯ সালের পর থেকে এই সমবায় সমিতিতে কোন নির্বাচন হয়নি। এবার ২০২৫ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন অর্থাৎ ৯টি আসনে জয় লাভ করল শাসক তৃণমূল। বিরোধীদের কেউ প্রার্থী মনোনয়ন জমা না দেওয়ায় সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী লাভ করে তৃণমূল। জয়ের পর স্বাভাবিকভাবেই তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব ও জয়ী প্রার্থীরাও সবুজ আবির খেলায় মেতে ওঠেন।

অন্যদিকে বিজেপি, শাসক দলের এই জয়কে হাস্যকর বলে দাবি করেছে। এই জয় নিয়ে বিজেপি’র রাজ্য কমিটির সদস্য সৌগত পাত্র এদিন বলেন “জয়লাভ আবার কি জিনিস। মনোনয়ন পেশ করতে দিলে তবে তো নির্বাচন হবে? শাসক দল পুলিশের সাথে হাত মিলিয়ে কোন বিরোধী প্রার্থীকে মনোনয়ন পেশ করতে দেয়নি। গায়ের জোরে নির্বাচন করিয়ে জয়লাভ করেছে তৃণমূল।”

যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন,”নাচতে না জানলে উঠোন বাঁকা।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments